নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে মানিক ভট্টাচার্যকে।গ্রেফতারির পর ইডি সাপ্লিমেন্টরি চার্জশিট দেয়। সেখানে তাঁর স্ত্রী শতরূপা এবং পুত্র শৌভিকের নাম ছিল। এর পর বুধবার ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়েছিলেন শতরূপা ও শৌভিক।
এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা। শুক্রবার বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে তাঁর মামলার শুনানি রয়েছে।
বুধবার আদালতে আগাম জামিনের আবেদন জানান দু’জনেই। যদিও সেই আবেদন খারিজ করে দেন বিচারক।
মানিকের স্ত্রী, পুত্রের আইনজীবী আদালতে দাবি করেন, সমনের ভিত্তিতে তাঁর মক্কেলরা নিজে থেকেই হাজিরা দিয়েছেন। তাঁদের গ্রেফতার করে আনতে হয়নি। তদন্তেও সহযোগিতা করছেন। জামিনের জন্য যে কোনও শর্ত তাঁরা মানতে রাজি বলেও আদালতে জানান আইনজীবী। যদিও বিচারপতি কোনো যুক্তি মানতে চাননি। তিনি জামিনের আবেদন নামঞ্জুর করে আগামী ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।