চলন্ত ট্রেনে অ*গ্নিকাণ্ডের (Fire Incident) ঘটনায় আ*তঙ্ক ছড়ানো যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার ১২৮৭২ টিটলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেসের (Titlagarh Howrah Ispat Express) ডি ৭ কামরাতে আ*গুন লাগার কথা জানা মাত্রই আ*তঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। বাঁশতলা স্টেশনে (Banstala) দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটিকে।
রেল সূত্রের খবর মোবাইলের চার্জার ফেটে আ*গুন আ*তঙ্ক ছড়িয়ে পড়ে। এক যাত্রীর মোবাইল চার্জার পয়েন্টে চার্জ দেওয়ার সময় হঠাৎ করেই বি*স্ফোরণ ঘটে আগুন লেগে যায়। এরপর চেন টেনে ট্রেনটিকে দাঁড় করান যাত্রীরা। রেলের তরকে জানানো হয়েছে অ*গ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহার করে আ*গুন নিভিয়ে ফেলা হয়। মিনিট পনেরো দাঁড়িয়ে থাকার পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন। এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।