বৃহস্পতিবার রাতে ইএম বাইপাসে (EM Bypass) ভয়াবহ গাড়ি দু*র্ঘটনা। সায়েন্স সিটির দিক থেকে আসছিল একটি চার চাকা গাড়ি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম (Hakimul Islam) গাড়িটি চালাচ্ছিলেন। অপর দিক থেকে অত্যন্ত দ্রুত বেগে আরেকটি গাড়ি চলে আসে। এরপর দুটি গাড়ির মুখোমুখি ধা*ক্কায় ডিভাইডার ভেঙে যায়। যদিও এই ঘটনায় কেউ আহ*ত হননি। পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে গিয়ে গাড়ি দুটিকে উদ্ধার করে। দুটি গাড়িই দুমড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। সাময়িকভাবে যানজটের সৃষ্টি হলেও, আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






































































































































