নামমাত্র খরচ করে দেখা যাবে ডব্লিউপিএল !

0
2

উইমেন্স প্রিমিয়র লিগ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রথম ম্যাচ ৪ মার্চ।ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জেতার পর উইমেন্স প্রিমিয়র লিগের আয়োজন আরও জাঁকজমকপূর্ণ হচ্ছে।বিসিসিআই জানিয়েছে, মেয়েদের আইপিএলের টিকিটের ন্যুনতম মূল্য বেশ কম। অনেকেই মনে করেছিলেন যে লিগের প্রথম মরশুমে দর্শদের বিনামূল্যে খেলা দেখার সুযোগ দেওয়া হতে পারে।কিন্তু সেই জল্পনায় জল ঢেলে বিসিসিআই জানিয়েছে, টিকিটের মূল্য ১০০ টাকা থেকে শুরু।

আসলে উইমেন্স প্রিমিয়র লিগে দর্শক টানতে ভারতীয় ক্রিকেট বোর্ড টিকিটের মূল্য এতটা কম রেখেছে বলে মনে করা হচ্ছে। বিসিসিআইয়ের টিকিট পার্টনার বুক মাইশ শো-এর ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে পারবেন দর্শকরা।

বিসিসিআই জানিয়েছে,গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে মুখোমুখি হবে। ২৬ মার্চ মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে ফাইনাল। সব ম্যাচ হবে  মুম্বইয়ের ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। লিগ পর্যায়ে মোট ২০টি এবং ২টি প্লে-অফ ম্যাচ হবে। বলিউডের দুই নায়িকা কিয়ারা আডবানি ও কৃতি শ্যানন উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।