ইংল্যান্ডের বিরুদ্ধে এক রানে টেস্ট জিতে রেকর্ড গড়ল নিউজিল্যান্ড

0
3

এক রানে টেস্ট জিতে রেকর্ড গড়ল নিউজিল্যান্ড । ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে ১ রানে জয়লাভ করার এটি দ্বিতীয় রেকর্ড। ওয়েলিংটনের দ্বিতীয় টেস্টে শুরুতে ব্যাট করে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৮ উইকেটে ৪৩৫ রান তুলে। এরপর নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২০৯ রানে অল-আউট হয়। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ড লিড নেয় ২২৬ রানের।

এরপর ফলো-অন করতে নেমে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে তোলে ৪৮৩ রান। প্রথম ইনিংসের লিড বাদ দিয়ে জয়ী হতে গেলে ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৫৮ রানের। শেষ ইনিংসে ইংল্যান্ড ২৫৬ রান তোলে সব উইকেটের বিনিময়ে। ১ রানের ব্যবধানে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড জয়ী হওয়ায় সিরিজে সমতা ফেরে। সিরিজ হয় ১-১।