বুধেও কলকাতা সহ হাওড়ায় শুরু ইডির অভিযান

0
3

মঙ্গলের পর বুধেও ফের শহরজুড়ে অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তবে এবার কলকাতার পাশাপাশি হাওড়ার নামও জুড়ল। একসঙ্গে ১০ জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সূত্রে খবর, পিনকন ও টাওয়ার গ্রুপের চিটফান্ড মামলায় চলছে এই তল্লাশি অভিযান।

আরও পড়ুন:ফের শহরে ইডির হানা! কিসের ভিত্তিতে তদন্ত?

আজ সকালে কলকাতার কেয়াতলা রোডে এক ব্যবসায়ী এবং আলিপুরের এক আইনজীবীর বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি হাওড়ার এক ব্যবসায়ীর বাড়িতেও পৌঁছে গিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকেরা।
বুধবার সকাল ৮টা ৪০মিনিট নাগাদ ইডির কর্তারা পৌঁছে যান হাওড়া জগাছায় ব্যবসায়ী রামেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতে। জগাছার ধারসা পালপাড়া এলাকার বাসিন্দা রামেন্দু টাওয়ার গ্রূপ নামে চিট ফান্ড কোম্পানির মালিক। তবে এ ছাড়াও সৌরবিদ্যুৎ-সহ নানা ব্যবসা এবং বিনিয়োগ সংস্থার সঙ্গে যুক্ত তিনি। অন্য দিকে, বুধবার সকালে প্রায় একই সময়ে কলকাতার রবীন্দ্র সরোবর এলাকার কেয়াতলা রোডে এক জন ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডির তল্লাশি শুরু হয়েছে।