পঞ্চায়েত ভোট কবে? অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ

0
2

ফের পিছিয়ে গেল পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা। স্থগিতাদেশের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court Division Bench)। ৯ মার্চ পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে আদালত।

বুধবার, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল। নির্দেশে জানানো হয়েছে, ৯ মার্চ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের (Election) ঘোষণা করতে পারবে না।

পঞ্চায়েত ভোটের ঘোষণা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তাঁর বক্তব্য ছিল, যে ভাবে অনগ্রসর শ্রেণির জনগণনা হচ্ছে, সেভাবে তফসিলি জাতি বা উপজাতিদের গণনা কেন হবে না! সেই মামলার শুনানিতে এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হল।