ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনই স্পিনারদের দাপট। অজি স্পিনারদের স্পিনের ঘূর্ণিতে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছে ১০৯ রানে। এরপর হোলকার ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে ব্যাট করে টিকে থাকা ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কাছে চ্যালেঞ্জ। সেই পরীক্ষায় প্রথম ধাপে উতরে গিয়েছে অস্ট্রেলিয়া। তবে ভারতের স্কোর ছাড়িয়ে গেলেও দিনটা খুব একটা স্বস্তিতে শেষ করতে পারেনি স্টিভ স্মিথের দল। ৪ উইকেটে ১৫৬ রান তুলে তৃতীয় টেস্টের প্রথম দিনটা শেষ করেছে অস্ট্রেলিয়া। সফরকারীরা আপাতত এগিয়ে ৪৭ রানে।
দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারালেও অস্ট্রেলিয়াকে বড় লিডের স্বপ্ন দেখাচ্ছিলেন উসমান খোয়াজা ও মারনাস লাবুশেন। দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে ভারতের স্কোর প্রায় ছুঁয়ে ফেলেন তাঁরা। রবীন্দ্র জাদেজার আর্ম বলে বিভ্রান্ত হয়ে লাবুশেন যখন বোল্ড হয়ে ফিরলেন, অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ১০৮। শুধু এই উইকেটটিই নয়, অস্ট্রেলিয়ার হারানো সব কটি উইকেটই তুলে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
দ্বিতীয় ওভারে রিভিউ নিয়ে ট্রাভিস হেডের উইকেটটি নিয়েছিলেন জাদেজা। এলবিডব্লু হয়েছেন ৯ রান করা অস্ট্রেলীয় ওপেনার। এরপর খোয়াজা -লাবুশেনের ৯৬ রানের জুটি। উইকেট কামড়ে পড়ে থেকে ৯১ বলে ৩১ রান করেন লাবুশেন। তুলনায় একটু বেশি আক্রমণাত্মক খোয়াজা ফিরেছেন ১৪৭ বলে ৬০ রান করে। জাদেজাকে সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে শুবমান গিলের ক্যাচ আউট হয়েছেন খোয়াজা । অস্ট্রেলীয় ওপেনার ফিরেছেন দলকে ১২৫ রানে রেখে।
এর ২১ রান পর ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথকেও হারায় অস্ট্রেলিয়া। জাদেজার বলে সামনে পা বাড়িয়ে খেলতে গিয়েছিলেন স্মিথ। বড় বাঁক নিয়ে স্মিথের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার শ্রীকর ভরতের হাতে জমে যায় বল। পিটার হ্যান্ডসকম্ব ও ক্যামেরন গ্রিন এরপর দিনের বাকি ৫টি ওভার কাটিয়ে দেন। এর আগে ভারতের ইনিংসে ৫ উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান। তবে এখনও ম্যাচ শেষ হয়ে যায়নি ভারতের। কারণ, এই সিরিজ়ে বার বার দেখা গিয়েছে একটি সেশনে বদলে গিয়েছে খেলার ছবি।




































































































































