আজ জাতীয় বিজ্ঞান দিবস! কেন পালিত হয় দিনটি?

0
4

২৮ ফেব্রুয়ারি ‘জাতীয় বিজ্ঞান দিবস’। বিজ্ঞানচর্চার উন্নতির লক্ষ্যকে স্মরণ করে এই দিনটি পালিত হয়। কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ দিনটিই কেন?

আরও পড়ুন:কেন্দ্রের শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ বিজ্ঞানী বিকাশ সিংহের

আসলে এর পিছনে রয়েছে ‘রামন এফেক্ট’। ভারতীয় পদার্থবিজ্ঞানী সি ভি রামন। ১৯২৮ সালে তিনি রামন এফেক্ট আবিষ্কার করেন (এবং আবিষ্কারের দিনটি ছিল ২৮ ফেব্রুয়ারিই)। এ জন্য ১৯৩০ সালে তিনি পদার্থে নোবেল পুরস্কার জেতেন। এরপর ১৯৮৬ সালে ‘ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন’ এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ধার্য করে। এবং পরের বছর অর্থাৎ, ১৯৮৭ সালে এটি প্রথম পালিত হয়। এরকম একটি দিন ভাবা হয় দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে।
প্রতিবছরের ন্যায় এবছরও কুসংস্কার দুরীকরণ ও মানুষকে বিজ্ঞান শিক্ষায় সচেতন করতে পালিত হবে জাতীয় বিজ্ঞান দিবসের। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং (Dr. Jitendra Singh) ঘোষণা করেছেন, জাতীয় বিজ্ঞান দিবস ২০২৩-এর থিম হবে ‘গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিয়িং’।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, পরবর্তী জি২০ সামিটে (G20 Summit) ভারতের সভাপতিত্বের সঙ্গে দারুণভাবে সাযুজ্য রাখবে এই থিম। আগামী জি২০ সামিটে গ্লোবাল সাউথ-এর (Global South) প্রতিনিধিত্ব করবে ভারত (India), এর মধ্যে থাকবে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার উন্নয়নশীল দেশও। বিশ্বজুড়ে মানুষের কল্যাণে বিজ্ঞানের যে ভূমিকা তা বিশদভাবে প্রতিফলিত হবে এই থিমে। দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে ভারত মানুষের কল্যাণে বিজ্ঞানের ভূমিকাকে কতটা গুরুত্ব দিচ্ছে তাও ব্যাখ্যা করা হবে।