ফের জেল হেফাজতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি(Naushad Siddiqui)। মঙ্গলবার বিধায়ককে ব্যাঙ্কশাল কোর্টে(Bankshal Court) তোলা হলে বিচারক আগামী ১৩ মার্চ পর্যন্ত তাঁকে জেল হেফাজতের(Jail Custody) নির্দেশ দেন। এদিনও আদালতে ঢোকার মুখে রাজ্যসরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন নওশাদ। তিনি বলেন, “ওরা ভাবছে পঞ্চায়েত ভোটের আগে আমাকে আটকে রেখে কিছু করতে পারবে। কিন্তু আইএসএফকে এভাবে আটকানো যাবে না। আন্দোলন জারি থাকবে।”
৩ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষের পর মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছিল নওশাদ সিদ্দিকিকে। সেখানেই নওশাদের হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয় সরকার পক্ষের তরফে। যে আবেদন মঞ্জুর করে আদালত। এবং আগামী ১৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কাল অর্থাৎ বুধবার হাইকোর্টে জামিনের আর্জির শুনানি রয়েছে নওশাদের। নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানার মামলাতেও জামিনের আবেদন করেননি নৌশাদ।
উল্লেখ্য, আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় দলীয় কর্মসূচিতে পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে আইএসএফ বিধায়ক-সহ উনিশ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের দাবি, অফিস চলাকালীন শহরের ব্যস্ততম এলাকায় অবস্থান তুলে নিতে বলা হয়। কিন্তু আইএসএফের কর্মীরা তা অগ্রাহ্য করেই অবস্থান চালিয়ে যান। পরে পুলিশ তাঁদের তুলতে গেলে হাতাহাতি শুরু হয়। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ধর্মতলায় যান চলাচল বন্ধ হয়ে যায়।