মদন- ফিরহাদ কি ‘ভিআইপি’, ধ*মক দিলেন বিচারক !

0
1

বিচারকের কাছে ধমক খেলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। নারদা মামলায় আদালত তীব্র ভর্ৎসনা করল রাজ্যের দুই রাজনৈতিক ব্যক্তিত্বকে। নারদা মামলায় (Narada Case) মঙ্গলবার কলকাতায় ইডির বিশেষ আদালতে (PMLA Court) রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)হাজিরার নির্দেশ ছিল । একই কেসে ডাক পড়েছিল শোভন চট্টোপাধ্যায়েরও। তবে তাঁকে অবশ্য আদালতের ধমক খেতে হয় নি।

নারদা মামলার শুনানিতে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার আদালতে হাজিরা দিতে গিয়ে বেশ কিছুটা দেরিতে পৌঁছন দুই বিধায়ক। ততক্ষণে এজলাসে কাজ শুরু করে দিয়েছিলেন বিচারক শুভেন্দু সাহা। দেরিতে আদালতে প্রবেশ করায় রীতিমত ধমক খেতে হল ফিরহাদ-মদনদের। বিচারক বলেন, “আপনারা কি ভিআইপি হয়ে গিয়েছেন? আপনাদের জন্য কি আমাকে বসে থাকতে হবে?” শোভন চট্টোপাধ্যায় অবশ্য সময় মতোই আদালতে পৌঁছে গেছিলেন। একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। সেই সংক্রান্ত মামলার এদিন শুনানি ছিল আদালতে। এই নিয়ে ফিরহাদ হাকিম মন্তব্য না করলেও কামারহাটির বিধায়ক বলেন রাস্তায় যানজটের কারণে তাঁর আসতে দেরি হয়েছে।