ফের বাজিমাত মেসির, ফিফার বর্ষসেরা ফুটবলার লিও

0
3

ফের বাজিমাত লিওনেল মেসির। কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জিমাদের হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন লিও। ছেলেদের বিভাগে ফিফার দ্য বেস্ট প্লেয়ারের পুরস্কার জেতেন লিওনেল মেসি। ২০২২ সালের সেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতে নেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেলা।

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করেছেন মেসি। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়েছে লিও দল। সেই ম‍্যাচে এমবাপেও হ্যাটট্রিক করেন। তবে সেরার শিরোপা পাওয়ার ক্ষেত্রে এইবারই এমবাপেকে টেক্কা দিলেন লিও। মেসি এই পুরস্কার জেতার ক্ষেত্রে পয়েন্ট পেয়েছেন ৫২। এমবাপ পেয়েছেন ৪৪ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা করিম বেঞ্জিমার পয়েন্ট ৩৪। আর এরপরই রয়েছেন লুকা মডরিচ ২৮ পয়েন্ট নিয়ে।

এদিকে বর্ষসেরা কোচ হলেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি। ২০২২ কাতার বিশ্বকাপে তাঁর কোচিং-এর তত্ত্বাবধানে চ‍্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা।

ফিফার ২০২২ সালের বর্ষসেরা পুরস্কার জয়ীদের তালিকা:-

ছেলেদের বর্ষসেরা ফুটবলার: লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্তিনা)।

মেয়েদের বর্ষসেরা ফুটবলার: অ্যালেক্সিয়া পুতেলা (বার্সেলোনা/স্পেন)।

ছেলেদের বর্ষসেরা কোচ: লিওনেল স্কালোনি (আর্জেন্তিনা)

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস