ফের অস্ত্রোপচার বুমরাহর, আইপিএল পাওয়া যাবেনা তাকে : সূত্র

0
2

সময়টা ভালো যাচ্ছে না যশপ্রীত বুমরাহর। এক সর্বভারতী ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী পিঠের চোটের অস্ত্রোপচার হতে চলেছে বুমরাহ-র। যার ফলে আসন্ন আইপিএল-এর পাশাপাশি বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠলে খেলার সম্ভবনা নেই বুমরাহ-এর।

এদিন একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইট-এর রিপোর্ট অনুযায়ী, বুমরাহকে আবার অস্ত্রোপচারের কথা জানিয়েছেন চিকিৎসকেরা। সেই পরামর্শ মেনে নিয়েছেন বুমরাহ। যার ফলে অস্ত্রোপচার হলে আরও বেশি দিন মাঠের বাইরে কাটাতে হবে তাঁকে। সুস্থ হয়ে উঠতে আরও বেশি সময় লাগবে বুমরাহ-এর। এছাড়াও তাদের রিপোর্ট অনুযায়ী এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের লক্ষ্য, একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে বুমরাহকে ফিট করে তোলা। অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেটের আসর।

গত বছর জুলাই মাসে পিঠে ব‍্যাথার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে পারেননি বুমরাহ। সেই শুরু, তারপর থেকে মাঠের বাইরে তিনি। গত বছর এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপে পাওয়া যায়নি ভারতীয় বোলারকে। গতবছর সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে নেওয়া হয়েছিল বুমরাহকে। কিন্তু একটি ম্যাচ খেলে আবার চোট পান তিনি। তারপর থেকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ‍্যাব করছেন তিনি।

আরও পড়ুন:ফিফার বর্ষসেরা একাদশে মেসি-এমবাপে-হাকিমি, নেই নেইমার-মার্টিনেজ-রোনাল্ডো