Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
3

১) ফিফার বর্ষসেরা ফুটবলারের শিরোপা জিতলেন লিওনেল মেসি। কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জিমাকে হারিয়ে এই মুকুট জয় করলেন তিনি।

২) আইপিএল-এ অনিশ্চিত যশপ্রীত বুমরাহ। এক সর্বভারতীয় ক্রীড় ওয়েবসাইটের খবর অনুযায়ী চোটের কারণে গোটা মরশুম মাঠের বাইরে থাকতে হতে পারে বুমরাহকে। জানা যাচ্ছে, বুমরাহর চোট এখনও সারেনি।

৩) কলকাতায় তিন দিনের প্রস্তুতি শিবিরের আয়োজন করেছিল দিল্লি ক্যাপিটালস। সোমবার এই প্রস্তুতি শিবিরের ছিল শেষ দিন। আর শেষ দিনে ঘটে গেল বড় দু*র্ঘটনা। অনুশীলনে চোট পান বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েল।

৪) বাংলার বুকে আরও এক গ্র‍্যান্ড মাস্টার। গ্র‍্যান্ড মাস্টার হলেন শ‍্যামবাজারের সায়ন্তন দাস। ফ্রান্সের একটি টুর্নামেন্টে চতুর্থ এবং ফাইনাল জি এম নর্ম পেলেন তিনি।

৫) নজির গড়লেন লিওনেল মেসি। রবিবার পিএসজির হয়ে খেলতে নেমে নজির গড়েন লিও। ক্লাব ফুটবলে কেরিয়ারের ৭০০তম গোলের নজির গড়ে ফেললেন তিনি। ছুয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

৬) খারাপ ফর্ম কে এল রাহুলের।  বিরাট বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কেএল রাহুলের প্রতিভা ও মান নিয়ে সন্দেহ না থাকলেও পারফরম্যান্সে ধারাবাহিকতা আনতে হবে বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:দিল্লি ক‍্যাপিটালসের অনুশীলনে চোট পেলেন বাংলার উইকেটরক্ষক