বিধানসভায় অধ্যক্ষের বিরুদ্ধে আনা শুভেন্দুর অনাস্থা প্রস্তাব পেশ ৬ মার্চ

0
1

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনাস্থা প্রস্তাব ৬ মার্চ বিধানসভায় পেশ করা হবে। পরিষদীয় দফতর সূত্রে খবর, ওই প্রস্তাব পেশের পরে বিজেপির তরফে ৩০ জন উপস্থিত বিধায়কের সম্মতি লাগবে। তার প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে, ওই প্রস্তাব নিয়ে অধিবেশনে আলোচনা হবে কি না।

দলত্যাগ-বিরোধী আইন, বিরোধীদের সম্মান দেওয়া-সহ একাধিক ইস্যুতে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিজেপির পরিষদীয় দল। অনাস্থা প্রস্তাবে অধ্যক্ষের বিরুদ্ধে মোট ১৬টি অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, পিএসি চেয়ারম্যান পদ নিয়ে অধ্যক্ষ অনিয়ম করেছেন, দলত্যাগবিরোধী আইন নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট নয়, বিধানসভায় বিরোধী নেতাদের যথোপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না, শাসকদলের অঙ্গুলি হেলনে তিনি চলছেন। অথচ বিধানসভার সব অধিবেশনেই বিজেপি বিধায়কদের অংশগ্রহণ করতে বলা হবে। কিন্তু সভার মধ্যে হৈ হট্টগোল করে প্রায় প্রতিদিনই ওয়াক আউট করে বিজেপি। এখন নিজেরাই অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে।

আরও পড়ুন- রাজ্যপালের সচিব কে? ৩ আধিকারিকের তালিকা পাঠাল নবান্ন, কার নামে সিলমোহর!