ফের নজির গড়লেন লিওনেল মেসি। রবিবার পিএসজির হয়ে খেলতে নেমে নজির গড়েন লিও। ক্লাব ফুটবলে কেরিয়ারের ৭০০তম গোলের নজির গড়ে ফেললেন তিনি। ছুয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। রবিবার লিগ ওয়ানের ম্যাচে মার্সেইয়ি ম্যাচে গোল করে রেকর্ড গড়লেন লিও।
ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় পিএসজি। মাত্র ২৫ মিনিটেই পিএসজি এগিয়ে যায়। মেসি মার্সেইয়ির মাঝমাঠ ভেঙেচুরে পাস বাড়িয়েছিলেন এমবাপেকে। সেই থ্রু বল ধরে বার পোস্টের জালে বল জড়াতে ভুল করেননি এমবাপে। মেসি-এমবাপে যুগলবন্দিতেই আসে দ্বিতীয় গোল। এবার এমবাপের ক্রস থেকে ট্যাপ ইন করে গোল করে যান লিও। এই নিয়ে পিএসজির জার্সিতে ২৮তম গোল হয়ে গেল মেসির। বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২ গোল। সবমিলিয়ে ৮৪০ ম্যাচে ৭০০ গোল হল লিওর।রবিবার গোল করার পাশাপাশি দুটো এসিস্টও করেন মেসি।
ম্যাচে মার্সেইয়ির বিরুদ্ধে ৩-১ জয় পায় পিএসজি। ম্যাচে প্রথম গোল করেন এমবাপে। ২৫ মিনিটের মাথায় মেসির পাস থেকে গোল করেন তিনি। চার মিনিট পরে সম্পূর্ণ বিপরীত দৃশ্য দেখা যায়। এবার এমবাপের পাস থেকে গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন সেই এমবাপে।
আরও পড়ুন:ধাক্কা মুম্বই শিবিরে, আইপিএল-এ অনিশ্চিত বুমরাহ : সূত্র