আবগারি দুর্নীতি মামলায় ৫ দিনের CBI হেফাজতে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া

0
1

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে(Manish Sisodia) হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। রবিবার সিসোদিয়াকে গ্রেফতারের পর সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে উপমুখ্যমন্ত্রীকে পেশ করা হয়েছিল সিবিআইয়ের তরফে। সেখানেই তদন্তকারী সংস্থার আবেদন মঞ্জুর করে আদালত ৫ দিনের হেফাজত দেয় সিসোদিয়াকে। অর্থাৎ আগামী ৪ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে। এদিকে সিসোদিয়ার গ্রেফতারির ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ আম আদমি পার্টি। দিল্লির(Delhi) উপ মুখ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে থানার বাইরে বিক্ষোভ দেখান আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। এই গ্রেফতারিকে পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র বলে তোপ দাগা হয়েছে আপের তরফে।

মণীশ সিসোদিয়া যে গ্রেফতার হতে পারেন গত কয়েকদিন ধরেই সে আশঙ্কা করা হচ্ছিল। রবিবার সিবিআই দফতরে যাওয়ার আগেও এই আসঙ্কার কথা শুনিয়েছিলেন সিসোদিয়া নিজেই। এরপর রবিবার সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। এই ঘটনার রীতিমতো ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লেখেন, “অধিকাংশ সিবিআই আধিকারিক মণীশের গ্রেপ্তারির বিরোধী। প্রত্যেকে তাঁকে গভীরভাবে শ্রদ্ধা করেন। তাছাড়া কোনও প্রমাণও নেই। প্রবল রাজনৈতিক চাপে পড়ে মণীশকে গ্রেপ্তার করতে বাধ্য হন তাঁরা। ক্ষমতাবান রাজনীতিকের কথা মানতে হয়েছে।” পাশাপাশি তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন টুইটারে লেখেন, “যদি মণীশ সিসোদিয়ার কাছে বিজেপি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন থাকত তবে তিনি কখনই গ্রেপ্তার হতেন না।” আরও লেখেন, “শিব সেনা, এসএ দল, জেডি(ইউ), টিডিপি এবং অন্যরা বিজেপিকে বর্জন করেছে। এখন সিবিআই, ইডি, আইটি হল তাদের (বিজেপির) প্রকৃত শরিক। সব মিলিয়ে দিল্লির উপমুখ্যমন্ত্রীর গ্রেফতারিতে রাজনৈতিক পারদ চড়ছে রাজধানীতে।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর দিল্লিতে নতুন আবগারি নীতির কথা ঘোষণা করেছিল আম আদমি পার্টির সরকার। নয়া সেই আবগারি নীতিতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে দিল্লির উপরাজ্যপাল এই ইস্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দেন। ইতিমধ্যেই এই মামলায় আদালতে চার্জশিট জমা দিয়েছে CBI। সেই চার্জশিটে অবশ্য সিসোদিয়ার নাম ছিল না। তারপরও রবিবার গ্রেফতার করা হয় সিসোদিয়াকে।