‘ধুরন্ধর’ গোপালের প্রথম স্ত্রী ২০ বছরের ছোট ছাত্রী!

0
1

নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলের ঘনিষ্ঠ গোপাল দলপতির কোচিংয়ের খোঁজ পাওয়া গিয়েছে দমদম ক্যান্টনমেন্ট এলাকার পোস্ট অফিস রোডে। প্রায় বছর ১৮ আগে ওই এলাকাতে গোপাল স্যার হিসাবে পরিচিত ছিলেন। শিক্ষক হিসাবেও ছিল সুনাম। একসঙ্গে একাধিক বিষয় পড়াতে পারতেন বলে কোচিং সেন্টারে লেগে থাকত পড়ুয়াদের ভিড়। এই কোচিংয়েই পড়তেন তাঁর প্রথম পক্ষের স্ত্রী। গোপাল তখন ৩৫ এর যুবক। অষ্টম শ্রেণীর ছাত্রী সবে ১৪ তে পা দিয়েছে।

সেখান থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। জল গড়ায় প্রেম থেকে বিয়ে পর্যন্ত। প্রথম পক্ষের স্ত্রীর বাবার দাবি, বিশ্বাসঘাতকতা করেছে গোপাল। ভুল বুঝিয়ে আমার মেয়েকে বিয়ে করেছিল। এখন আর কোনও সম্পর্ক নেই। ১২ বছর আগেই ডিভোর্স হয়ে গিয়েছে।

গোপালের প্রথম পক্ষের স্ত্রীর মা জানাচ্ছেন, ও যে অসৎ তা আমরা বুঝতে পেরেছিলাম। গোপাল যখন আমাদের বাড়িতে প্রথম আসে তখন আমার মেয়ে ক্লাস ওয়ানে পড়ে। আমার মেয়ে ওকে কাকার মতো দেখতো। একই সুর তাঁর স্বামীর মুখেও।
এ প্রসঙ্গে গোপালের প্রথমপক্ষের শ্বশুর বলেন, গোপাল আমাকে দাদা বলে ডাকত। আমি ওকে ভাই বলে মনে করতাম। ওকে সবাই ভালবাসে। আমিও ভালবাসতাম।  সব বিষয়ে ও পারদর্শী ছিল। অঙ্ক, বাংলা, ইংরাজি, ভূগোল, বিজ্ঞান, ও ছিল তুখোড়। খুবই ব্রিলিয়ান্ট ছেলে। কিন্তু, শেষে ওই আমাদের পরিবারের সর্বনাশ করে চলে গিয়েছিল। তবে আমরা যখন ওর এসব কুকর্মের বিষয়ে জানতে পারছি তার অনেক আগে আমার মেয়ের সঙ্গে ওর ডিভোর্স হয়ে গিয়েছে।