জয়ের মার্জিন কত? সাগরদিঘিতে আজ উপনির্বাচন

0
3

রাজ্যে আজ সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচন। এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় নিয়ে নয়, আগের থেকে মার্জিন কত বাড়বে ভাবছে তা নিয়েই। সাগরদিঘির তৃণমূল বিধায়ক সুব্রত সাহার প্রয়াণের পর এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আজকের উপনির্বাচনে নয় জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তৃণমূলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাস। বিজেপির প্রার্থী দিলীপ সাহা।

আরও পড়ুন:প্রস্তুতি শেষ, সোমে সাগরদিঘিতে উপনির্বাচন

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫ জন, তার মধ্যে রয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ পুরুষ ভোটার এবং ১ লক্ষ ২১ হাজার ২৮৭ জন মহিলা ভোটার। মোট ২৪৬ টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এই বিধানসভায়। ২৪৬ টি ভোটগ্রহণ কেন্দ্রকে ২২ টি সেক্টরে ভাগ করা হয়েছে। ২৬৯ সেক্টর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ৬৬৬ সশস্ত্র পুলিশও মোতায়েন থাকবে।