মাকে হারালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন দুঃসংবাদ।বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর মায়ের। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। সেই কারণেই এবারের জন্মদিন বাইরে না পালন করে বাড়িতেই ছোটখাটো পরিসরে পালন করেছিলেন অভিনেত্রী। আশা করেছিলেন সুস্থ হয়ে উঠবেন মা। তা আর হল না। চলে গেলেন মা।
আরও পড়ুন:Entertainment : শাহরুখের সঙ্গে অভিনয় করেই অবসরের সিদ্ধান্ত অভিনেত্রীর !
এদিন নিজের ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে অভিনেত্রী লেখেন,” মা আজ সকাল ৯.৩০ চলে গেলেন… অ খন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তাঁর…মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নাম্বার আমার কাছে নেই তাঁদের সকলকে এই পোস্টটি মাধ্যমে জানালাম।”
View this post on Instagram
এদিন সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন,” রাতেই জ্বর এসেছিল। তখনই মনটা কু ডাকছিল। আজ সকালে হঠাৎই অক্সিজেন ওঠা নামা শুরু করে। ব্লাড প্রেসার শূন্যতে নেমে যায়। হাসপাতালে নিয়ে যাব বলে ফোনও করি, কিন্তু তার আগেই সব শেষ”।