আশা জাগিয়েও হলো না। আইএসএল-এর ফিরতি ডার্বিতে এটিকে মোহনবগানের কাছে ০-২ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। শেষ ম্যাচে লিগ টপার মুম্বই সিটি এফসিকে হারিয়ে ডার্বি ম্যাচে মনে আশা জাগিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু কোথায় কি? সেই একই ভুল, রক্ষণে সমস্যা, গোল হজম ইস্টবেঙ্গল এফসির। আর এই ম্যাচ হেরে কার্যত হতাশ লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। বললেন,শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দল জেতার মতো ফুটবল খেলেনি।
ম্যাচ শেষে স্টিফেন বলেন,” মোহনবাগানের থেকে আমাদের আলাদা করে দিয়েছে খেলোয়াড়দের গুণমান। ওদের একটা বিদেশির দাম যা, সেই অর্থে আমাদের চার-পাঁচ জন বিদেশি কিনতে হয়। বুঝতেই পারছেন, কাজটা কতটা কঠিন।”
এরপরই স্টিফেন বলেন,” প্রথমার্ধে যেরকম খেলেছি, সেটা দ্বিতীয়ার্ধে খেলতে পারিনি মেনে নিচ্ছি। কিন্তু রেফারির সিদ্ধান্ত ভুল হলে তাতে তো আমাদেরই ক্ষতি। আমাদের চার জন ফুটবলারকে হলুদ কার্ড দেখানো হয়েছে। ওদের মাত্র দু’জন হলুদ কার্ড খেয়েছে। তবে এটাও ঠিক, শুধু রেফারির সিদ্ধান্তের জন্যে আমাদের হারতে হয়েছে, এটা বলা ভুল।”
বারবার স্টিফেনের গলায় খেলোয়াড়দের মানের পাশাপাশি রেফারিং নিয়ে বলতে শোনা যায়। রেফারিং নিয়ে লাল-হলুদ কোচ বলেন,” প্রথমার্ধে আমরা ভাল খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে রেফারির দু’-একটা সিদ্ধান্ত ম্যাচে প্রভাব ফেলেছে। ক্লেটনেরটা পরিষ্কার পেনাল্টি ছিল। জানি না রেফারি দেখতে পেয়েছেন কিনা। কিন্তু বাকিরাও আমাকে বলেছে যে ওটা পেনাল্টি। ক্লেটনকে পরিষ্কার টেনে ফেলে দেওয়া হয়েছিল। এধরনের ম্যাচে এই সিদ্ধান্তগুলো প্রভাব ফেলে।”
আরও পড়ুন:ডার্বিতে জয় পেলেও খুশি নন বাগান কোচ জুয়ান ফেরান্দো