ইডেনে আসছেন রণবীর, তবে কি সৌরভের বায়োপিকের আলোচনা করতে? কী বললেন মহারাজ?

0
1

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করছেন না রণবীর কাপুর। এমনটাই ইঙ্গিত দিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। বেশ কিছুদিন আগে খবর ছড়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করতে চলেছেন রণবীর। এছাড়াও রবিবার রণবীর কলকাতায় আসছেন শুনে প্রায় সকলেই মনে করেছিলেন বায়োপিকের ব্যাপারে কথা বলতেই ইডেনে আসছেন বলিউড অভিনেতা। সেসব খবরে একেবারে জল ঢেলে দিলেন মহারাজ নিজেই। আসলে অন্য ছবির প্রমোশনের জন্য শহরে আসছেন রণবীর। এমনটাই জানিয়ে দিলেন সৌরভ নিজে।

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুশীলন করতে নেমেছিলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা। সেই অনুশীলনের ফাঁকে এই কথাই জানান বাংলার মহারাজ। এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ”আসলে রণবীর কলকাতায় আসছে ওর নতুন ছবি ‘তু ঝুটি মে মক্কার’ এর প্রমোশনের জন্য এর সঙ্গে বায়োপিকের কোনও সম্পর্ক নেই। আসলে রণবীরের নতুন ছবির প্রডাকশন হাউজ আর সৌরভের বায়োপিকের প্রোডাকশন হাউসও একই।
সৌরভের বায়োপিক প্রোডাকশনের দায়িত্বে রয়েছে লভ রঞ্জন প্রোডাকশন। তাদের পরবর্তী ছবি ‘তু ঝুটি মে মক্কার’। প্রোডাকশন হাউজের উদ্যোগে কলকাতায় প্রমোশনের জন্যই সৌরভের সঙ্গে রণবীরের এই সাক্ষাৎ বলে খবর। রবিবার কলকাতা এসে রণবীর আরও কয়েকটি জায়গায় প্রমোশনের কাজ করবেন বলে জানানো হয়েছে। সৌরভের সঙ্গে ইডেনে দেখা হওয়ার পর ক্রিকেট নিয়েও আলোচনা হতে পারে দু’জনের মধ্যে বলে খবর।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পছন্দের অভিনেতা রণবীর কাপুর। এই কথা নিজেই জানিয়েছিলেন মহারাজ। এরপর থেকেই বায়োপিকে অভিনয় করা নিয়ে জল্পনা শুরু হয়। প্রোডাকশন হাউসের তরফ থেকে সৌরভের ভূমিকায় অভিনয় করার জন্য রণবীরের কাছে প্রস্তাবও দিয়েছিল। তবে দুই কারণে রাজি হননি বলিউড অভিনেতা। প্রথমত, সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করা হয়ে গিয়েছে রণবীরের। এবং তাঁর শ্যুটিং-এর ডেটও পাওয়া যাচ্ছিল না। তবে রণবীরের জায়গায় কে? নাম উঠে আসছে ঋত্বিক রোশন এবং ভিকি কৌশলের। তবে তাদের মধ্যে কে অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি।

আরও পড়ুন:‘ওদের একটা বিদেশির দাম যা, সেই অর্থে আমাদের চার-পাঁচ জন বিদেশি কিনতে হয়’: স্টিফেন