ফের উপত্যকায় জ*ঙ্গি হামলায় করুণ পরিণতি কাশ্মীরি পণ্ডিতের!

0
1

ফের উপত্যকায় জঙ্গি হামলা। প্রাণ হারালেন এক কাশ্মীরি পণ্ডিত। রবিবার সকালে বাজারে যাচ্ছিলেন ওই পুলওয়ামায় (Pulwama) ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী। সূত্রের কবর, সেই সময়ই জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক (Doctor) তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কাশ্মীর জোন পুলিশ (police) একটি টুইট (Tweet) করে জানায়, “জঙ্গিরা স্থানীয় বাজারে যাওয়ার সময় সঞ্জয় শর্মা (Sharma Sharma) লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা”। পণ্ডিতদের গ্রামে সুরক্ষার জন্য সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গত অক্টোবরের পরে ফের জঙ্গি হামলায় প্রাণ হারালেন এক কাশ্মীরি পণ্ডিত।