ফের একবার আইসিসি টি-২০ মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই নিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হল অজিরা। ফাইনালে দক্ষিণ আফ্রিকা হারাল ১৯ রানে। দক্ষিণ আফ্রিকার মাঠেই তাদের হারিয়ে বিশ্বজয় অস্ট্রেলিয়ার।
ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে অজিরা। অস্ট্রেলিয়া হয়ে সর্বোচ্চ রান করেন বেথ মুনি। ৭৪ রানে অপরাজিত তিনি। গার্ডনার করেন ২৯ রান। হেইলি করেন ১৮ রান। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন শাবমিন ইসমাইল এবং মারিজান ক্যাপ। একটি করে উইকেট নেন ননকুলুকেও মালবা এবং চোল ট্রাওন।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেন লরা উলভাদত। ৬১ রান করেন তিনি। ২৫ রান করেন চোল ট্রাওন। একটি করে উইকেট নেন মেগান স্কাউট, অ্যাসলেগ গার্ডনার, ডার্সি ব্রাউন এবং জেস জোনাসেন।
আরও পড়ুন:মহারাজের পছন্দ রণবীর: বায়োপিকে থাকছেন? কী জানালেন RK