পয়লা মার্চ থেকেই ৬ শতাংশ হারে DA, বিজ্ঞপ্তি জারি নবান্নের

0
9

বকেয়া DA-এর দাবিতে কিছু অংশের সরকারি কর্মচারিদের বিক্ষোভ-আন্দোলনের মাঝেই বড়সড় ঘোষণা নবান্নের। আগামী ১ মার্চ থেকে মোট ৬ শতাংশ হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুরনিগম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা এই DA-এর আওতায় পড়বেন।

গত ১৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রীর নির্দেশে ৩ শতাংশ হারে DA বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঘোষণার ঠিক ৯দিনের মাথায় বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে বরাদ্দ অনুযায়ী ৩ শতাংশ এবং এবার বাজেটের বর্ধিত ৩ শতাংশ মিলিয়ে মোট ৬ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা। ১ মার্চ থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুরনিগম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা।

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে স্যাটে ২০১৬ সালে মামলা দায়ের করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকার মাঝে ডিএ বাড়ালেও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম পান। মামলার পরিপ্রেক্ষিতে SAT-এর রায়ই বহাল রাখে কলকাতা হাইকোর্ট। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। আগামী ১৫ মার্চ মামলার পরবর্তী শুনানি। তার আগেই মোট ৬ শতাংশ হারে DA ঘোষণা রাজ্য সরকারের।