আইপিএল এবং একদিনের বিশ্বকাপের জন‍্য তৈরি বললেন ভারতীয় এই ক্রিকেটার, উদাহরণ টানলেন হার্দিকের সঙ্গে

0
3

চোট সারিয়ে সুস্থ হয়ে উঠছেন দীপক চাহার। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ‍্যাবও করছেন। আর এরই ফাকে জানিয়ে দিলন আইপিএল এবং একদিনের বিশ্বকাপের জন‍্য তৈরি তিনি। উদাহরণ টানলেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে।

এদিন এক সাক্ষাৎকারে দীপক বলেন,”চোট সারার পরে নিজেকে নিয়ে অনেক খেটেছি। যাতে দলে ফিরলে সেরাটা দিতে পারি, তার জন্য নিজেকে তৈরি করেছি। আশা করছি মাঠে সেটা করে দেখাতে পারব। ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করতে পারি। দু’দিক বল সুইং করাতে পারি। সেইসঙ্গে ব্যাটও করতে পারি। নিজের যোগ্যতাই দলে সুযোগ পেয়েছি। হার্দিক যেটা করে আমিও সেটা করতে পারি। আমি কোন অংশে কম?”

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। সেই দলে সুযোগ পাওয়া নির্ভর করছে আইপিএল এবং তারপরে এশিয়া কাপে কেমন খেলছেন ভারতীয় পেসার তা দেখে। এই প্রসঙ্গে চাহার বলেন, “আমি ফলাফলে বিশ্বাস করি না। আমার লক্ষ্য থাকে বল-ব্যাট যাই করি না কেন, নিজের ১০০ শতাংশ দেব। যদি সেটা দিতে পারি, তা হলে আমি ঠিক সুযোগ পাব।”

আরও পড়ুন:আজ ডার্বি, পরিসংখ্যানকে পাত্তা দিতে নারাজ স্টিফেনের, আটে আট লক্ষ‍্য ফেরান্দোর