রাজনীতি নয়, ‘অন্য মাঠে’ পা ভা*ঙল কুণালের

0
2

রাজনীতির ময়দানে নিজের দলকে যোগ্য সঙ্গত দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। বিরোধীদের ঝাঁঝালো অভিযোগ ড্রিবল করে মাঠের বাইরে পাঠান। স্ট্রেট শটে গোল করে নাস্তানাবুদ করেন সমালোচকদের। কিন্তু তাঁরই পা ভাঙল মাঠে। তবে, সেটা রাজনীতির ময়দান নয়, খেলার মাঠ। শনিবার, কলকাতা প্রেস ক্লাব (Press Club) আয়োজিত ‘রিপোর্টাস কাপ’ অনুষ্ঠিত হয় রেফারি ক্লাবের মাঠে। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’, ‘জাগোবাংলা’, ‘সংবাদ প্রতিদিন’ থেকে শুরু করে তাবড় সংবাদ মাধ্যমের Editor in chief, News Editor, Reporter, সংবাদকর্মীরা ফুটবল টুর্নামেন্টে যোগ দেন। সেখানে ফাইনালে সংবাদ প্রতিদিনের মুখোমুখি হয় জাগোবাংলা। সংবাদ প্রতিদিনের জার্সি গায়েই মাঠে নামেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। খেলার দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলাতে গিয়ে পড়ে যান তৃণমূল (TMC) মুখপাত্র। পায়ে চোট পেলেও, তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনীতির বিষয়ে মতামত জানান। কিন্তু তারপর পায়ের ব্যথা সহ্যের সীমা ছাড়ায়। তড়িঘড়ি চিকিৎসকের নিয়ে যাওয়া হয় কুণাল ঘোষকে। সেখানেই চিকিৎসক জানান বাঁ পায়ের হাড় ভেঙেছে। অস্ত্রোপচার করে প্লেট বসাতে হবে। আপাতত সম্পূর্ণ বিশ্রামে তৃণমূল মুখপাত্র।

আরও পড়ুন- মদ-মাদক সেবনে নিষেধাজ্ঞা সদস্যদের, কংগ্রেসের প্লেনারি অধিবেশনে কড়া পদক্ষেপ