বইয়ের (Book) প্রতি মানুষের আগ্রহ কমছে। আর সেকারণেই মানুষের আগ্রহ বাড়াতে সরকারি সহায়তাপ্রাপ্ত গ্রন্থাগারগুলিতে (Library) সদস্য সংখ্যা বাড়ানোর উদ্দ্যেশ্যে বিশেষ অভিযান শুরু করল রাজ্য সরকার (Government of West Bengal)। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddikulla Choudhury) জানিয়েছেন, বই ধরো, বই পড়ো প্রকল্পের আওতায় চলতি বছরে গ্রন্থাগারগুলিতে ২ লক্ষ নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, নতুন কর্মসূচির আওতায় এখনও পর্যন্ত নতুন তিন লক্ষ সদস্যকে একত্রিত করা সম্ভব হয়েছে।
মন্ত্রী আরও জানিয়েছেন, ইন্টারনেটের যুগেও বইয়ের প্রতি মানুষের ভালোবাসায় এখনও ছেদ পড়েনি। তাই এবছর নতুন সদস্য তৈরির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি মহকুমা, টাউন ও গ্রামীণ গ্রন্থাগারগুলিতে সদস্য সংগ্রহ অভিযান করা হচ্ছে। শিশু, প্রাপ্তবয়স্ক, প্রবীণ—সব ধরনের নাগরিকেরই এই সদস্যপদ দেওয়া হচ্ছে।
এছাড়া সকলের জন্য আলাদা ডিজিটাল কার্ড (Digital Card) তৈরি করা হয়েছে। পাশাপাশি বিশেষ গ্লোবাল কার্ড (Global Card) দেওয়া হচ্ছে বিধায়ক, লেখক থেকে শুরু করে বুদ্ধিজীবী সহ বিশিষ্টজনদের। আর সেই বিশেষ গ্লোবাল কার্ড দিয়ে তাঁরা রাজ্যের যে কোনও প্রান্ত থেকে বই তুলে পড়তে পারবেন।