নিবিড় জনসংযোগের লক্ষ্যে বাড়ল ”দিদির সুরক্ষা কবচ” কর্মসূচির সময়সীমা

0
3

”দিদির সুরক্ষা কবচ” কর্মসূচির সময়সীমা বাড়ল। পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই এমন নিবিড় জনসংযোগের সিদ্ধান্ত আরও আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ্যের শাসক দল তৃণমূল। জানা গিয়েছে, নির্ধারিত ২৫ ফেব্রুয়ারির পরও দিদির সুরক্ষা কবচ কর্মসূচি চালিয়ে যাবে ঘাসফুল শিবির। আগামী মাসের তৃতীয় সপ্তাহ অবধি চলবে এই কর্মসূচী। ইতিমধ্যেই ১২০০ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচি পালন করেছে তৃণমূল।

তৃণমূল সূত্রে খবর, দিদির দূতদের কাছে সবথেকে বেশি চাহিদা রাস্তার। স্বাস্থ্যসাথী, রেশন ও লক্ষ্মীর ভান্ডার নিয়েও নিজেদের চাহিদার কথা জানিয়েছে মানুষ। দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে প্রায় ৩ হাজার গ্রাম পর্যবেক্ষণ করল শাসক দল।

বেশকিছু পঞ্চায়েত সদস্যের কাজ নিয়েও উঠে এসেছে অভিযোগ। প্রান্তিক এলাকার মানুষের প্রশ্ন রেশন পাওয়া যাবে কিনা। মহিলাদের প্রশ্ন সবচেয়ে বেশি করে লক্ষ্মীর ভান্ডার নিয়েই। গ্রামের রিপোর্ট তৈরির কাজ শুরু করছে দল। এবার পুর এলাকায় এই কর্মসূচী শুরু করা হবে।

আরও পড়ুন:শিশু সাক্ষরতায় দেশের মধ্যে প্রথম বাংলা, তলানিতে যোগী রাজ্যের সূচক !