কম বয়সেই জনপ্রিয় হওয়ার মারণ নেশা। ফের রিল (Reel) বানাতে গিয়ে দিল্লির (Delhi) কান্তিনগর উড়ালপুলের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। পুলিশ সূত্রে খবর, সম্পর্কে তারা দুই বন্ধু। মৃতদের নাম বংশ শর্মা (Bangsho Sharma) (২৩) এবং মনু (Manu) (২০)। বংশ বিটেকের তৃতীয় বর্ষের ছাত্র এবং মনু দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) স্নাতকস্তরের পড়ুয়া।
স্থানীয় সূত্রে খবর, চলন্ত ট্রেনের সামনে ভিডিও রিল বানানোর সখ ছিল দুজনের। আর সেকারণেই বুধবার বিকেলে দুই বন্ধু দিল্লির কান্তিনগর উড়ালপুলের নিচে রেললাইনের পাশে দাঁড়িয়েছিল। দ্রুত গতিতে ট্রেন ছুটে আসতেই লাইনের পাশে দাঁড়িয়ে রিল বানাতে শুরু করে দুই বন্ধু। কিন্তু রিল বানাতে তারা এতটাই মত্ত হয়ে গিয়েছিল যে ট্রেন আসলেও সময়মতো সরতে পারেননি কেউই। আর তার জেরেই ঘটে যায় বড় দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন দুজনেই। পরে স্থানীয়রাই রেল পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ দুটি উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুজনের মোবাইল ফোনও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বংশের দুটি ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট ছিল। একটিতে পরিচয় ছিল ভিডিও ক্রিয়েটর হিসেবে এবং অন্যটিতে নিজেকে রাজনীতিক বলে দাবি করেছিল সে। বংশের ফোন থেকে উদ্ধার হয়েছে একাধিক ভিডিও।










































































































































