মেট্রোয় ফিরল আগুন আতঙ্ক। শুক্রবার দুপুরে রবীন্দ্রসদন স্টেশনে গড়িয়াগামী একটি মেট্রোর রেকে ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। মেট্রোটি থামিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে যাত্রীদের নামানো হয়। শেষ পাওয়া খবরে জানা গেছে এখনও রেকটিতে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে।ফলে ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত রয়েছে।
আরও পড়ুন:রাত পোহালেই শুরু মাধ্যমিক, মিলবে বাড়তি বাস-ট্রেন-মেট্রো
মেট্রো কর্তৃপক্ষ তরফে খবর, শুক্রবার দুপুর ১২ টা ১৫ নাগাদ আচমকাই মেট্রো রেকটিতে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে যাত্রী নামিয়ে রেকটিতে খালি করা হয়। ধোঁয়া দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কী কারণে এই ধোঁয়া তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এর জেরে ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত রয়েছে।