মুর্শিদাবাদে তৃণমূল কর্মীদের উপর হামলা কংগ্রেসের, মাথা ফাটল ১১ জনের

0
2

দলীয় অফিসে ঢুকে তৃণমূল কর্মীদের(TMC Worker) ব্যাপক মারধোর। যার জেরে মাথা ফাটল ১১ জন তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর ব্লকে। আহতদের মধ্যে রয়েছেন একজন মহিলাও। আহতদের ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Mursidabad Medical College)। কংগ্রেসের(Congress) দুষ্কৃতীদের তরফে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, শুক্রবার বহরমপুর ব্লকের দৌলতাবাদ থানার ছয়ঘড়ি অঞ্চলের হাজীডাঙা পার্টি অফিসে বসে কয়েকজন তৃণমূল নেতা কর্মী বসেছিলেন। অভিযোগ হঠাৎ করে বেশকিছু দুষ্কৃতী ওই পার্টি অফিসে ঢুকে হামলা চালায়। রড, লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয় ওই তৃণমূল নেতা কর্মীদের। তাঁদের বাঁধা দিতে গিয়ে রক্তাক্ত হন এলাকার তৃণমূল বুথ সভাপতি টুকটুকি বিবি। এছাড়া ছয় ঘড়ি অঞ্চল তৃণমূল সভাপতি আকিবুর ইসলাম আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বহরমপুর ব্লক তৃণমূল সভাপতি আইজুদ্দিন মন্ডল জানান, পরিকল্পিত ভাবেই কংগ্রেসের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে হারানো জমি ফিরে পেতে চাইছে কংগ্রেস। সে কারণেই তৃণমূলের উপরে হামলা করা হয়েছে বলে জানান ব্লক সভাপতি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।