বলিউডে (Bollywood) পা দিলেন দক্ষিণ ভারতের অভিনেত্রী নয়নতারা (Nayantara)। শাহরুখ খানের (Shahrukh Khan)বিপরীতে অভিষেক ঘটতে চলেছে তাঁর। ‘ জওয়ান’ (Jawan)সিনেমায় পাঠানের বিপরীতে কাজ করবেন নায়িকা। কিন্তু হঠাৎ এমন কী হল যার জন্য অভিনয় ছাড়ার ঘোষণা করলেন অভিনেত্রী? দক্ষিণী ছবির (South Indian Movie) এই মুহূর্তের এক নম্বর নায়িকা নয়নতারা, স্বেচ্ছায় সিনে জগত থেকে অবসর নিচ্ছেন। কিং খানের সঙ্গেই প্রথম এবং শেষ বারের মতো বড় পর্দায় দেখা যাবে তাঁকে।
দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা শাহরুখ খানের সঙ্গে কাজ করার পরই কেন সিনেমা ছাড়ার ঘোষণা করলেন, এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি বলিউডে কাজ করতে গিয়ে এমন কোনও অভিজ্ঞতার মুখোমুখি হতে হল তাঁকে যার জেরে এই সিদ্ধান্ত? নয়নতারা বলছেন, এই সিদ্ধান্তের কারণটা নিতান্তই ব্যক্তিগত। এর সঙ্গে সিনে জগতের কোনও সম্পর্ক নেই।
আসলে ২০২২ সালে নিজের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন অভিনেত্রী। পরিচালক বিঘ্নেশের সঙ্গে দীর্ঘ দিন প্রেম করার পর গত বছর অর্থাৎ ২০২২ সালের জুন মাসে চারহাত এক হয়। অক্টোবরেই সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের মা হয়েছেন নয়নতারা। এবার নিজের স্বামী সন্তানদের নিয়েই সুখে সংসার করতে চান তিনি। নয়নতারাকে শেষ বার দেখা গিয়েছিল অশ্বিন সারভানন পরিচালিত ‘কানেক্ট’ ছবিতে। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডি অভিষেক হতে চলেছে। কিন্তু সেখানেই পেশাগত জীবনের ফুলস্টপ টেনে দিলেন সুপারস্টার নয়নতারা।