বিকাশ মিশ্র মামলায় হাই কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন প্রেসিডেন্সি জেলের সুপার।বৃহস্পতিবার জেল সুপারকে ভর্ৎসনা করে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র বড় ব্যবসায়ী। ইচ্ছাকৃতভাবে তাকে হাসপাতালে পাঠিয়ে তদন্ত প্রভাবিত করতে চেয়েছেন সুপার।
বিচারপতি আরও বলেন, ‘আপৎকালীন পরিস্থিতি ছাড়া অথবা চিকিৎসকের পরামর্শ ছাড়া অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। এই নির্দেশ আদালতের তরফে আগে দেওয়া হয়েছিল । জেলে পাঠানোর পর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ওয়ার্ডে না পাঠিয়ে জেল হাসপাতালে ব্যবস্থা করে দিয়েছেন। জেল সুপারের উচিত আইন মেনে চলা, যাতে বাকিরা তাকে অনুসরণ করতে পারেন,অথচ তিনি সেটাই অমান্য করেছেন। জেলের প্রধানের এমন ভূমিকা দেখে আদালত চোখ বুজে থাকতে পারে না।’
বিচারপতির ভর্ৎসনার পর নিঃশর্ত ক্ষমা চান প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী। জেল সুপারকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। ৪৮ ঘণ্টার মধ্যে জরিমানা না দিলে ৭ দিনের জেল খাটতে হবে প্রেসিডেন্সি জেলের সুপারকে।








































































































































