ভারতীয় ক্রিকেটের এক বর্ণময় চরিত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর ক্রিকেটজীবন। কেরিয়ারে রয়েছে বিতর্কও। সেই মহারাজের বায়োপিকে মূল চরিত্রে অভিনয় কে করবেন? প্রথম দিন থেকেই একটা নাম ভাসছিল। সেটা রণবীর কাপুর । সৌরভ ব্যক্তিগত ভাবেও পছন্দ করেন রণবীরকে। এছাড়া মহারাজের অন্যতম প্রিয় নায়ক হৃত্বিক রোশনও। তবে বেহালার বাঁ-হাতির চরিত্রে রণবীর কাপুরের নাম প্রথম দিন থেকেই শোনা যাচ্ছিল। আবারও সেই নামটা প্রবল ভাবে জোরালো হল। সব ঠিকঠাক থাকলে ভারতের প্রাক্তন অধিনায়কের বায়োপিকের চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর। জানা গিয়েছে, কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে ।
বায়োপিকের কাজে মাঝে মধ্যেই মুম্বই যাচ্ছেন মহারাজ। নিজের স্ক্রিপ্টও বেশ খুটিয়ে খুটিয়ে দেখে নিচ্ছে না।
মাঝে বেশ কয়েকদিন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে ছুটি কাটিয়ে শহরে ফিরেছেন সৌরভ। তাঁর চরিত্রে অভিনয়ের জন্য অনেকের নামই ভাসছিল। তবে প্রথম দিন থেকে দৌড়ে অবশ্যই এগিয়ে ছিলেন রণবীর কাপুর।
ক্রিকেটজীবন থেকে অবসরের পর প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হন সৌরভ। সিএবি সভাপতি হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদেও বসেন মহারাজ। ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতি হন সৌরভ। তাঁর সভাপতিত্বেও রয়েছে ঘটনার ঘনঘটা। মূলত ক্রিকেটজীবনের কাহিনিই জায়গা পাবে বায়োপিকে। তবে ক্রিকেটজীবনের বাইরের কিছু ঘটনাও নাকি থাকছে স্ক্রিপ্টে। লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো, টস করতে এসে অজি অধিনায়ক স্টিভ ওয়াকে দাঁড় করিয়ে রাখার ঘটনা ভারতীয় ক্রিকেটে মিথ হয়ে গিয়েছে। এ রকম রংদার বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে মহারাজের বায়োপিকে।
শনিবার শহরে আসছেন রণবীর কাপুর। সূত্রে্র খবর, কলকাতায় এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। সব কিছু ঠিকঠাক চললে, ইডেন গার্ডেন্সে সৌরভ-রণবীরের সাক্ষাৎ হতে চলেছে। আর তাতেই জল্পনা আরও তুঙ্গে। মহারাজের শহরে এসেই কি বায়োপিকের ডিল ফাইনাল করে ফেলবেন রণবীর কাপুর?
৮ মার্চ রণবীর কাপুরের একটি সিনেমা মুক্তি পাচ্ছে। তারই প্রোমোশনে শহরে আসার কথা বলি তারকার।
খুব তাড়াতাড়িই কলকাতায় শুরু হবে সৌরভের বায়োপিক তৈরির কাজ। শুরু হবে শুটিং। বড় কোনও পরিবর্তন না হলে সৌরভের চরিত্রে অভিনয় করবেন রণবীর কপূর।
প্রযোজক এবং পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন মহারাজ। এখন চিত্রনাট্য প্রায় চূড়ান্ত । রণবীরের সঙ্গে আগেই যোগাযোগ করেছিলেন ছবির নির্মাতারা। কিন্তু তাঁর দিন পেতে সমস্যা হচ্ছিল। বেশ কয়েক দফা আলোচনার পর রণবীর সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে। সৌরভও নিজের চরিত্রের জন্য রণবীরের ব্যাপারে সম্মতি দিয়েছেন নির্মাতাদের। প্রাথমিক ভাবে বায়োপিক তৈরিতে খরচ ধরা হয়েছে ২০০ কোটি টাকা।








































































































































