শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বির মহারণ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দু’দল। আগামী শনিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। আইএসএলে আসার পর থেকে কলকাতা ডার্বিতে জয়ের মুখ দেখেনি লাল-হলুদ। তবে এই ম্যাচে জয় পেতে মরিয়া ইস্টবেঙ্গল এফসি।
প্রথমবার কলকাতা ডার্বি খেলবেন জেক জার্ভিস। আর এই নিয়ে বেশ উৎসাহী লাল-হলুদের নতুন বিদেশি। ইস্টবেঙ্গল এফসি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জার্ভিস ডার্বি নিয়ে বলেন,আমি সই করার আগেই ডার্বির কথা শুনেছিলাম। হয়তো আমার কেরিয়ারের সবচেয়ে বড় ডার্বি খেলতে চলেছি।
এদিন জার্ভিস ডার্বি নিয়ে বলেন, “আমাদের পারফরম্যান্স দেখলে বোঝা যাবে আমরা একজোট হয়ে লড়াই করতে পারি। গোটা ম্যাচে পরিশ্রম করে তিন পয়েন্ট সংগ্রহ করার ক্ষমতা আমাদের আছে।”
ডার্বি খেলা নিয়ে জার্ভিস বলেছেন, “আমি সই করার আগেই ডার্বির কথা শুনেছিলাম। হয়তো আমার কেরিয়ারের সবচেয়ে বড় ডার্বি খেলতে চলেছি। এখানে আসার আগে অনেক ভিডিও দেখেছি ডার্বির। সমর্থকদের কাছে এই ম্যাচটার গুরুত্ব আমি জানি। ইস্টবেঙ্গলে খেলা উপভোগ করেছি। যত বেশি ম্যাচ খেলেছি তত ছন্দে ফিরছি।”
এদিকে খারাপ পারফরম্যান্সের কারণে ইস্টবেঙ্গল সমর্থকরা মাঠমুখো হচ্ছেন না। আর সেটা যাতে ডার্বিতে না হয়, তার অনুরোধ করলেন লাল-হলুদের নতুন বিদেশি। তিনি বলেন, “ম্যাচ দেখতে মাঠে আসুন। স্টেডিয়ামে আপনাদের উপস্থিতি আমাদের সাহায্য করবে। তাই চাইব বেশি সমর্থক আসুক।”
আরও পড়ুন:শনিবার মহারণ, ডার্বি নিয়ে মুখ খুললেন বাগানের তিন তারকা
এদিকে পুরোনো সতীর্থ কার্ল ম্যাকহিউয়ের বিরুদ্ধে খেলতে নামবেন জার্ভিস। ইংল্যান্ডের ক্লাব প্লাইমাউথ আর্গাইলে একঙ্গে খেলতেন এই দুই ফুটবলার। এই নিয়ে জার্ভিস বলেছেন, “কার্ল ম্যাকহিউয়ের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি। ওকে অনেকদিন ধরে চিনি। আমরা আগে একসঙ্গে খেলেছি। এবার আমার উল্টো দিকে ওকে দেখতে ভাল লাগবে। গত সপ্তাহে আমরা ফোনে কথা বলেছি। ম্যাচে আমরা প্রতিদ্বন্দ্বী। কিন্তু তার বাইরে আমরা বন্ধু।