ফের ভাঙন কংগ্রেসে(Congress)। এবার দল ছাড়লেন স্বাধীনতা সংগ্রামী তথা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারীর নাতি সিআর কেশবন(CR Keshavan)। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তাঁর দাবি, বর্তমান কংগ্রেসের সঙ্গে মতাদর্শগত বিভেদ তৈরি হয়েছে তার। কংগ্রেস মূল্যবোধ হারিয়েছে। ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে(Mallikarjun Kharge) চিঠি লিখে নিজের দলত্যাগের কথা জানিয়েছেন কেশবন।
বেশ কিছুদিন আগে থেকেই কংগ্রেসের সব কর্মসূচি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন কেশবন। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রাতেও অংশ নিতে দেখা যায়নি তাঁকে। এরপর বৃহস্পতিবার নিজের দল ত্যাগের কথা জানিয়ে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস দপ্তরে চিঠি দেন। চিঠিতে তিনি লেখেন, “দুর্ভাগ্যজনকভাবে কংগ্রেসের কাজের ধরন না গঠনমূলক আর না সুপরিকল্পিত। আমি যে মূল্যবোধের জন্য কংগ্রেস করতাম, সেটা বদলে গিয়েছে।” বলার অপেক্ষা রাখে না, লাগাতার ভাঙনের মাঝে এবার কেশবনের এই ইস্তফা নিঃসন্দেহে তামিলনাড়ু প্রদেশ কংগ্রেসের জন্য ধাক্কা।
উল্লেখ্য, ২০০১ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন কেশবন। যুব কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। রাজীব গান্ধী ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত ছিলেন। তামিলনাড়ু (Tamil Nadu) প্রদেশ কংগ্রেস কমিটির ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘদিন। তাঁর দাবি, বিদেশ থেকে তিনি ভারতে এসেছিলেন দেশসেবার উদ্দেশ্যেই। কিন্তু ২২ বছর কংগ্রেসের (Congress) সঙ্গে যুক্ত থাকার পর দলের নীতিপঙ্গুত্ব মেনে নিতে না পেরে দল ছাড়লেন তিনি।