ভারতীয় ফুটবলের বিরুদ্ধে ষড়যন্ত্র! কেন বললেন AIFF সভাপতি কল্যাণ চৌবে

0
5

ভারতীয় ফুটবলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তিনি অভিযোগ করেন, ভারতীয় ফুটবলকে কালিমালিপ্ত করার জন্য ইচ্ছে করে ফেডারেশনের ইউটিউব চ্যানেলকে হ্যাক করা হয়েছিল।

বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান ফুটবল অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়। জানা গিয়েছে, হ্যাকিংয়ের মাধ্যমে এমন কান্ড ঘটেছে। আর এর পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন এআইএফএফ সভাপতি।

এই নিয়ে এদিন কল্যাণ চৌবে নিজের টুইটারে লেখেন, “উচ্চমানের স্ট্রিমিংয়ের মাধ্যমে ভারতীয় ফুটবলের দ্রুত বৃদ্ধি ও সম্মান ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র ও নোংরা পরিকল্পনা চলছে। সন্তোষ ট্রফি চলাকালীন @ইন্ডিয়ান ফুটবল এর @ইউটিউব- এ বেশ ভালো ভিউয়ারশিপ ছিল। প্রথমে এটিকে হ্যাক করা হয় আর তারপর অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়। এর পিছনে কারা রয়েছে?

বুধবার থেকেই, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফুটবলভক্তরা প্রশ্ন তুলেছেন ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলটি উড়ে যাওয়া নিয়ে। সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলার ম্যাচ চলাকালীন লাইভ ভিউয়ারশিপ ৭০০-১০০০ এর মধ্যেই থেকেছে। অন্যান্য ম্যাচে সেই সংখ্যা কিছুটা কমলেও উৎসাহ ছিল ভালই।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হারল টিম ইন্ডিয়া