উত্তরবঙ্গে জাতীয় সড়ককে ঘিরে শিল্পের জন্য জমি চিহ্নিতকরণের প্রস্তাব রাজ্যের

0
3

উত্তরবঙ্গে জাতীয় সড়ককে কেন্দ্র করে শিল্পের জন্য জমি চিহ্নিতকরণের প্রস্তাব রাজ্য সরকারের। ডানকুনির মতো শিলিগুড়িতে (Siliguri) গড়ে উঠতে পারে বড় শিল্প কেন্দ্র। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশে বুধবার শিলিগুড়িতে একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় শিল্প ও বাণিজ্য সম্মেলন। ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Diwadi)-সহ বিভিন্ন দফতরের সচিবরা। উত্তরবঙ্গের ৮ জেলার জেলাশাসক ছাড়াও এদিন শিল্পপতি ও বণিকসভার সদস্যরা উপস্থিত ছিলেন। মূলত শিল্পতালুক কেন্দ্র ও বাণিজ্যের জন্য বণিক সভার সমস্যা সমাধানেই এই সম্মেলন হয়।

এদিন মুখ্যসচিব উত্তরবঙ্গের বণিকসভাকে জাতীয় সড়কে কেন্দ্র করে শিল্পস্থাপনের উদ্যোগী হওয়ার আবেদন করেন। এমনকী, ডানকুনির কথা উল্লেখ করে মুখ্যসচিব বলেন, ডানকুনিতে জাতীয় সড়কের ধরে বড় শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। তাই আপনারাও জাতীয় সড়ককে কেন্দ্র করে জমি চিহ্নিত করুন। সেখানে লজিস্ট্রিক হাব অথবা ইনড্রাস্ট্রিয়াল হাব তৈরি হতে পারে। কারণ এই রাজ্যের উপরে বিহার, অসম, ত্রিপুরা ও সিকিম রাজ্যে নির্ভর করে। একই সাথে বাংলাদেশের নির্ভরতা আছে। তাই শিলিগুড়িকে কেন্দ্র করে বিপুল সম্ভবনা আছে। তাই শিল্পপতিরা জাতীয় সড়ককে কেন্দ্র করে জমি চিহ্নিত করলে বাকি সহযোগিতা রাজ্যে সরকার করবে বলে শিল্পপতিদের আশ্বাস দেন হরিকৃষ্ণ দ্বিবেদী।

অন্যদিকে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় একটি ব্যাম্বু ক্রাফট তৈরির উদ্যোগী হয়েছে শিল্পপতিরা। তবে, এর জন্য যে কাঁচামাল দরকার তা এখানে উৎপন্ন হলেও বাইরে চলে যাচ্ছে। প্রয়োজন হলে আবার সেখান থেকেই আসছে এখানে। শিল্পপতি দেবাশিস দে বলেন, রাজ্য সরকার নির্দিষ্টভাবে হস্তশিল্পের ক্ষেত্রে নীতি তৈরি করে সহজেই হ্যান্ডিক্রাফ ইউনিট তৈরি করা যাবে। মুখ্যসচিব জানান, রাজ্য সরকারের হস্তশিল্প নিয়ে নির্দিষ্ট নীতি রয়েছে। সেই পলিসির অধীনেই এই কাজ করার চেষ্টা করতে হবে।

উত্তর দিনাজপুর জেলায় একটি ইথানলের কারখানা গড়ে উঠছে। যেখানে ভাঙাচালের গুঁড়ো থেকে এবং ভুট্টা থেকে বিদেশি মদ তৈরি করা হবে।

আরও পড়ুন- বিএসএফ ক্যাম্পে মহিলা কনস্টেবলের ধ*র্ষণে কেন নীরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী!