প্রবল তুষারপাত উত্তর সিকিমে! পুরু বরফে ঢাকল একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা  

0
2

আবহাওয়াবিদদের পূর্বাভাসই মিলে গেল। ফেব্রুয়ারিতেই (February) বরফের চাদরে মুখ ঢাকল সিকিমের (Sikkim)। মাস শেষের আগেই পুরু বরফে ঢাকল লাচুং (Lachung), লাচেন (Lachen), ইয়ামথাং (Yumthung)। বাদ যায়নি জিরো পয়েন্ট (Zero Point) ও গুরুদংমার লেকও (Gurudongmar Lake)। আর তুষারপাতের (Snowfall) কারণে স্বাভাবিকভাবেই অবরুদ্ধ হয়ে পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পর্যটকদের। ফলে সিকিমে ঘুরতে গিয়ে কার্যত হোটেল বন্দি অবস্থা। বর্তমানে সিকিমের একাধিক জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, বিগত ১০-১২ দিন ধরেই সিকিমে তুষারপাত হচ্ছে। মঙ্গলবার রাত থেকেই প্রবল তুষারপাত শুরু হয়েছে। যার জেরেই অবরুদ্ধ হয়ে পড়েছে লাচুং, লাচেন, ইয়ামথাং, জিরো পয়েন্টের মতো একাধিক গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট। ফলে উত্তর সিকিমে আসা পর্যটকদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

উল্লেখ্য, এই মুহূর্তে জিরো পয়েন্টে তাপমাত্রা মাইনাস সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস। পুরু বরফ জমে গিয়েছে, গুরুদংমার লেকও, সেখানকার তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাস ১০ ডিগ্রি পর্যন্ত। তবে গাড়ি চলাচল না করায় পর্যটকদের সাইট সিন সম্ভব হচ্ছে না। এদিকে বুধবারও সিকিমের একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। সে ক্ষেত্রে পরিস্থিতি আরও বেগতিক হওয়ার আশঙ্কা করা হচ্ছে।