নজর মহাকাশে, নাসার শীর্ষে ভারতীয়

0
1

রীতিমতো নজির গড়লেন এক ভারতীয় বংশোদ্ভূত। এবার নাসা-র প্রযুক্তিগত প্রধান পদে বসলেন  এসি চারানিয়া । তিনি নাসার প্রযুক্তিগত নীতি নির্ধারণের ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।কী বলেছেন চারানিয়া ?

তিনি জানিয়েছেন, শুধুমাত্র নাসার মধ্যেই নয় প্রযুক্তির ক্ষেত্রে বাইরের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। মহাকাশ এবং উড়ানের ক্ষেত্রে আরও গতি আনতে তিনি প্রত্যেককে সঙ্গে নিয়ে কাজ করতে চান।ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নাসা-র সঙ্গে যোগাযোগ রেখে মহাকাশ গবেষণায় নিত্যনতুন উদ্ভাবনী দেখাচ্ছে। আগামী দিনে এক ভারতীয় বংশোদ্ভূতের হাত ধরে নাসা-র সঙ্গে ইসরোর সম্পর্ক আরও জোরদার হবে বলেই মনে করছেন ওয়াকিবহালমহল।