আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাতলো আরামবাগ

0
1

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাত্র আরামবাগ। মঙ্গলবার  একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানালেন সাংসদ‌ অপরূপা পোদ্দার। এদিন একটি  মশাল মিছিলেও অংশ নেন সাংসদ‌।

তিনি বলেন, বাংলা আমার মা। সেই মায়ের ভাষায় কথা বলতে পেরে আমরা গর্বিত। যে পাঁচ বীর শহীদ এই ভাষার জন্য জীবন বলিদান দিয়েছেন, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সমগ্র বিশ্বে বাংলা ভাষা তার নিজস্বতায় স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। তাই নিজেকে বাঙালি বলতে আমি গর্ববোধ করি।