সেলফি তুলে বিশ্ব রেকর্ড! গিনেস বুকে নাম তুললেন বলিউড ‘খিলাড়ি’

0
6

সেলফি(Selfies) তুলে বিশ্ব রেকর্ড গড়লেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার(Akshay Kumar)। সিনেমার প্রচারে গিয়ে অনুরাগীদের সঙ্গে মাত্র ৩ মিনিটে ১৮৪টি সেলফি তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের(Guinnes World Record) খাতায় নাম তুললেন খিলাড়ি(Khilari)। যে গতিতে অক্ষয় এই সেলফি তুলেছেন তা দেখে চমকে গিয়েছেন অক্ষয় ফ্যানেরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই সেলফি তোলার ভিডিও।

জানা গিয়েছে, মুম্বইতে নিজের নতুন সিনেমা ‘সেলফি’র প্রমোশান করছিলেন অক্ষয় কুমার। সেখানেই অনুরাগীদের সঙ্গে সেলফি তুলে বিশ্ব রেকর্ডের টার্গেট ঠিক করে নেন অক্ষয়। মাত্র ৩ মিনিটে ১৮৪টি সেলফি তোলেন অনুরাগীদের সঙ্গে! যা সকলকে হতবাক করে দিয়েছে তাই নয়, অক্ষয় কুমারের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও তুলে দিয়েছে। নয়া এই মাইলস্টোন ছুঁয়ে রীতিমতো খুশি অক্ষয় নিজেও। তিনি বলেন, “আমি অত্যন্ত খুশি যে আমি এই রেকর্ড গড়তে পেরেছি।” একইসঙ্গে তিনি জানান, “এখন যেখানে আমি পৌঁছেছি বা দাঁড়িয়ে আছি, তা অনুরাগীদের ভালবাসার জন্যই।”

উল্লেখ্য, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খতিয়ান বলছে অক্ষয় কুমার এদিন রেকর্ড ভেঙেছেন মার্কিন গায়ক জেমস স্মিথের। ২০১৮ সালের ২২ জানুয়ারি কার্নিভাল ড্রিম ক্রুজ শিপ নামে একটি প্রমোদতরীতে স্মিথ ৩ মিনিটে ১৬৮টি সেলফি তোলেন। সেটাই ছিল ৩ মিনিটে সবচেয়ে বেশি সেলফি তোলার রেকর্ড। তাঁর আগে ২০১৫ সালে হলিউড অভিনেতা ডোয়েন জনসন ১০৫টি সেলফি তুলেছিলেন ৩ মিনিটে। তবে সবাইকে পিছনে ফেলে সেলফি হিরো হয়ে উঠলেন অক্ষয় কুমার।