ভাষা দিবসের মঞ্চ থেকে নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে(Abhijit Ganguly) কড়া ভাষায় আক্রমণ শানালেন কবি সুবোধ সরকার(Subadh Sarkar)। সম্প্রতি মুখ্যমন্ত্রীর(Chief Minister) লেখা কবিতা নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে একইমঞ্চে দাঁড়িয়ে হাইকোর্টের বিচারপতিকে ‘ফ্যাসিস্ট’ বলে তোপ দাগলেন সুবোধ।
মঙ্গলবার দেশপ্রিয় পার্কে ভাষা শহিদ দিবসের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘রাস্তার ধুলো’ নামক এক কবিতা পাঠ করেন কবি সুবোধ সরকার। তবে কবিতা পাঠের আগে সুবোধ সরকার বলেন, “এই কবিতা পাঠের আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে আমার একটা প্রশ্ন আছে। যে প্রশ্নটা গত কয়েকদিন ধরে আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেউ কি পারেন এটা বলতে, যে কোনও কবির লেখা কোনও লাইব্রেরিতে রাখা যাবে না? তিনি বিচারক হন আর যেই হন! আমি মনে করি এটা ফ্যাসিজম। এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি।” ‘রাস্তার ধুলো’ কবিতা পাঠের পর সুবোধ বলেন, “ধুলোর মতো সার্থক যিনি লিখতে পারেন, তাঁকে কিনা কটাক্ষ করা হচ্ছে! একজন বিচারক এই ছোট্ট লাইনটি শুধু একবার লিখে দেখাক।”
উল্লেখ্য, সম্প্রতি খিদিরপুরের মধুসূদন লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা নিয়ে কটাক্ষ করেছিলেন তিনি। ওই বই কেন লাইব্রেরিতে রাখা হবে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।