“মহারাজ”। সার্থক তার নাম। বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার। হুগলির আরামবাগের “মহারাজ” শাহিদ ইমাম গ্রেফতার হওয়ার পর থেকেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক স্কুলের “মাস্টারমশাই” থেকে প্রকৃত অর্থেই “মহারাজ”! স্কুলে যেতেন কখনও বিএমডব্লু, কখনও ফরচুনা আবার কখনও এনফিল্ডের দামি বুলেটে চেপে।

আরামবাগের শাহিদ ইমাম ”মহারাজ” নামেই পরিচিত এলাকায়। আর তার মহারাজের মতোই আরামবাগে প্রাসাদসম অট্টালিকা বানাচ্ছিলেন তিনি। এখানেই শেষ নয়, “মহারাজ”-এর অট্টালিকার ছাদে বিশেষ কিছু তৈরি করার পরিকল্পনা ছিল, অন্তত প্রাসাদের নকশা দেখে তেমনটি মনে করছেন অনেকে। এলাকাবাসীদের দাবি, শাহিদ ইমামের নির্মীয়মাণ বাড়ির ছাদে নাকি হেলিপ্যাড তৈরির পরিকল্পনা ছিল। শাহিদ ইমাম আরামবাগের এই বাড়িটিতেই বাস করতেন। এছাড়া বর্ধমানে তাঁর একটি ডান্স বারও আছে।
আরও পড়ুন- ভাষা যোগাযোগের মাধ্যম: বাংলায় ভিন্ন শব্দের অনুপ্রবেশে শুভাপ্রসন্নের আপত্তি খণ্ডন মমতার



































































































































