সাতসকালে শ্যুটআউট! মঙ্গলবার সকাল আটটা নাগাদ হুগলির পান্ডুয়ায় জিটি রোডের উপর এক ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে মাথায় ও বুকে গুলি করে একদল দুষ্কৃতী।তাদের মধ্যে এক জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে খবর।তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন:বর্ধমানের কেতুগ্রামে শ্যুটআউট, খু*ন তৃণমূল কর্মী
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বর্ধমানের দিক থেকে আসা একটি গাড়িতে চার জন এসেছিল। অনুমান করা হচ্ছে নিহত ওই ব্যক্তিও গাড়ির ভিতরেই ছিলেন। এর পর রাস্তার ফাঁকা জায়গা দেখে তাঁকে গাড়ি থেকে নামিয়ে তাঁর মাথায়, বুকে ও পাঁজরে তিনটি গুলি চালানো হয়। স্থানীয়রা ঘটনা দেখতে পেয়ে পান্ডুয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেখানে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদ্বীপ জানিয়েছেন, একটি স্করপিও চেপে চার জন এসেছিলেন। হুগলি-বর্ধমান সীমানায় এক ব্যক্তিকে গুলি করে পালানোর সময় তাঁদের মধ্যে এক জন পুলিশের হাতে ধরা পড়ে যান। গাড়িটিকেও আটক করা হয়েছে। বাকি তিন দুষ্কৃতীকে খুঁজে বার করতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কেন ওই ব্যক্তিকে খুন করা হল, তা তদন্ত করে দেখছে পুলিশ।