কার্যকালের মেয়াদ বাড়ল লোকায়ুক্তের, সংশোধনী বিল পাশ বিধানসভায়

0
3

রাজ্যে লোকায়ুক্তের কার্যকালের মেয়াদ বাড়ছে। এত দিন লোকায়ুক্ত পদের মেয়াদ ছিল ৩ বছর। ওই মেয়াদ বাড়িয়ে ৬ বছর করতে রাজ্য বিধানসভায় সংশ্লিষ্ট আইনের একটি সংশোধনী আনা হয়েছে। তবে পদে থাকতে বয়সের সর্বোচ্চ সীমা হবে ৭০ বছর। অর্থাৎ, প্রথম ৩ বছর দায়িত্ব পালনের পর কোনও লোকায়ুক্তের কার্যকালের মেয়াদ বৃদ্ধি হতে পারে। তবে ৭০ বছর বয়স হয়ে গেলে আর ওই পদে থাকা যাবে না। মঙ্গলবার আনা ওই সংশোধনী বিলে বলা হয়েছে লোকায়ুক্তের কার্যকালের মেয়াদ বৃদ্ধির ক্ষমতা রাজ্যপালের হাতে থাকবে। বিল নিয়ে জবাবি বক্তৃতায় চন্দ্রিমা বলেছেন, ‘‘অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে দুর্নীতি কম হয়। এই বিষয়টি হজম করতে পারছেন না বিরোধীরা। তাই পশ্চিমবঙ্গের লোকায়ুক্তের কাছে কম অভিযোগ জানানোর বিষয়টিকেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে চাইছেন তাঁরা।’’

আরও পড়ুন- রাজ্যে শিল্পায়নের পথ প্রশস্ত করতে ভূমি আইনে নয়া সংশোধনী