ব‍্যাট হাতে ব‍্যর্থ, কে এল রাহুলের ফর্ম নিয়ে এবার মুখ খুললেন দ্রাবিড়

0
2

দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান নেই কে এল রাহুলের। চলতি অস্ট্রেলিয়া সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। আর এবার রাহুলের খারাপ পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। বললেন, খারাপ ফর্ম থেকে বেরোনোর রাস্তা নিজেকেই বেছে নিতে হবে রাহুলকে।

সাক্ষাৎকারে দলের কোচ দ্রাবিড় বলেন,”এই ধরনের পিচে খেলার সময় ব্যাটারকেই রান করার পথ খুঁজে বার করতে হবে। সবার ব্যাট করার ধরন আলাদা। সবার রান করার ধরনও আলাদা। একজনকে নিয়ে পড়ে থাকলে তো আমার হবে না। দলে আরও ক্রিকেটার রয়েছে। সবার দিকে খেয়াল রাখতে হবে। কারণ, এই সিরিজ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।”

এখানেই না থেমে দ্রাবিড় আরও বলেন,” আমার মনে হয় নিজের উপর ওকে বিশ্বাস রাখতে হবে। এই সময় প্রত্যেক ক্রিকেটারের জীবনে আসে। ব্যাটিংয়ের টেকনিক নিয়ে বিশেষ কিছু শেখানোর নেই। কঠিন সময়ের বিরুদ্ধে লড়তে আপনি মানসিক ভাবে কতটা তৈরি তার উপরেই সবটা নির্ভর করে।”

খারাপ ফর্ম থাকলেও এখনই রাহুলের ওপর দিয়ে আস্থা হারাতে নারাজ দ্রাবিড়। রাহুলের উপরে  ভরসা এখনও রয়েছে বলে জানান তিনি। এই নিয়ে দ্রাবিড় বলেন, “দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডে রাহুলের শতরান রয়েছে। আমার বিশ্বাস খারাপ সময় থেকে কাটিয়ে ওঠার ক্ষমতা রাহুলের আছে। তবে সেটা ওকে নিজেকেই করতে হবে। আশা করছি রাহুল সেটা পারবে।”

আরও পড়ুন:ধাক্কা অজি শিবিরে, ভারতের বিরুদ্ধে বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার