অর্ডার ডেলিভারি করতে গিয়ে কী কাণ্ড , চমকে উঠলেন নেটিজেনরা

0
1

শখ পূরণের জন্য আইফোন (i-phone)অর্ডার করেছিলেন কর্ণাটকের (Karnataka) যুবক। কিন্তু অর্ডার ডেলিভারি আসতে আসতে হাতে টাকা শেষ। কিন্তু আইফোন (i-phone) কি আর মিস করা যায়? তাই ফোন হাতাতে মারাত্মক কাণ্ড ঘটিয়ে ফেললেন কর্ণাটকের হাসান জেলার (Hasan District, Karnataka) বাসিন্দা অভিযুক্ত হেমন্ত দত্ত (Hemanta Dutta)। জানা যায় অনলাইন সাইটে আই ফোন অর্ডার করে ছিলেন যুবক ৷ কিন্তু যখন ফোনের ডেলিভারি এল তখন হাতে টাকা না থাকায় ডেলিভারি বয়কেই খু*ন করার অভিযোগ উঠল। ঘটনা জানাজানি হতেই রীতিমতো শি*উরে উঠছেন নেটিজেনরা।

পুলিশের তদন্তে খু*নের ঘটনার তদন্তে একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গেছে নিজের স্কুটারে চাপিয়ে একটি বস্তায় ভরে ওই ডেলিভারি বয়ের (হেমন্ত নায়েক)৷ দেহ নিয়ে যাচ্ছেন অভি*যুক্ত ৷ পুলিশ বলছে গত ৭ ফেব্রুয়ারি বেসরকারি সংস্থার ওই ডেলিভারি বয় আইফোন ডেলিভারির জন্য হেমন্ত দত্তের বাড়িতে পৌঁছন। অভিযোগ, তখনই তাঁকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে খু*ন করেন অভিযুক্ত। তারপর আইফোন কেড়ে নেন। খু*ন করার পর মৃ*তদেহ বস্তায় ভরে তিন দিন নিজের বাড়িতেই লুকিয়ে রাখার অভিযোগও উঠছে ৷ এর পরে রাতের অন্ধকারে একটি রেল লাইনের কাছে দেহটি নিয়ে গিয়ে পুড়িয়ে দেন তিনি। নিহ*তের ভাইয়ের মিসিং ডায়েরির ভিত্তিতে তদন্ত করতে নেমে আসল তথ্য উঠে আসে পুলিশের হাতে।