আরও স্লিম হলেন জেলবন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)! সূত্রের খবর, গত ৬ মাসে ১৯ কেজি ওজন (Weight) কমেছে তৃণমূলের বীরভূমের (Birbhum) জেলা সভাপতির। সোমবার, সকাল সাড়ে ১১টা নাগাদ আসানসোল (Asansol) জেল থেকে পুলিশের (Police) গাড়ি করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতর। হাসপাতাল সূত্রে খবর, ওজন দাঁড়িয়েছে ৯১ কেজি।

২০২২ সালের ২৫ অগাস্ট থেকে আসানসোল জেলে (Jail) রয়েছেন অনুব্রত মণ্ডল। সেই সময় তাঁর ওজন ছিল ১১০ কেজি। তিনমাসেই তাঁর ওজন কমেছিল ১০ কেজি। এদিন, স্বাস্থ্য পরীক্ষার জন্যে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দেখা যায় অনুব্রতর ওজন দাঁড়িয়েছে ৯১ কেজি। হাসপাতালে ঢোকার সময় কেষ্ট মণ্ডল জানান, তাঁর শরীর ভাল নেই। পরে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সুপার ডাঃ উত্তমকুমার রায় জানান, তাঁর ব্লাড প্রেসারও স্বাভাবিক রয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করে উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি।






































































































































